Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

প্রতিশ্রুতিশীল, মেধাবী, সাহসী ও শৃজনশীল জনসংখ্যার এ বিরাট অংশকে উৎপাদনমূখী ও দক্ষ করে গড়ে তুলে উন্নয়নের মূল ধারায় সক্রিয় অংশগ্রহণ বাড়াতে যুব উন্নয়ন অধিদপ্তর নিরলস কাজ করে চলেছে। দেশ গঠনে যুব সমাজের দ্বায়িত্ববোধ জাগ্রত করা, গঠন মূলক মানসিকতা সৃষ্টি ও সুশৃংখল কর্মীবাহিনী হিসেবে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ বাড়াতে যুব উন্নয়ন অধিদপ্তর শুরু থেকেই বিভিন্ন বাস্তবমূখী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে আসছে।

১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় সৃষ্টি হয়। পরবর্তীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নামকরণ করা হয়। ১৯৮১ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্ক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর সৃষ্টি করা হয়। সে ধারাবাহিকতায় তখনি মুন্সীগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয় স্থাপন করা হয়। বর্তমানে ভাংগার মোড়,বজ্রযোগিনী সদর, মুন্সীগঞ্জ অফিসটির অবস্থান।


যুব উন্নয়ন অধিদপ্তর যে সব সেবা যে ভাবে প্রদান করে তার বিস্তারিত বিবরণ নিম্নে প্রদত্ত হলোঃ


১। প্রশিক্ষণ সংক্রান্ত সেবা সমূহ


 যুব উন্নয়ন অধিদপ্তর সাধারণত ২ ধরণের প্রশিক্ষন সেবা দিয়ে থাকে।

ক) প্রাতিষ্ঠানিক  প্রশিক্ষণ।

খ) অপ্রাতিষানিক  প্রশিক্ষণ।


প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ট্রেড সমুহঃ


ট্রেডের নামঃ

১। গবাদিপশু,হাঁস-মুরগী পালন উহাদের প্রাথমিক চিগিৎসা,মৎস চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স।

মেয়াদঃ ০৩ মাস ও ১ মাস মেয়াদী

প্রশিক্ষণ শুরুর সময়ঃ জুলাই, অক্টোবর,জানুয়ারী,মার্চ।

আসন সংখ্যা -৬০ জন (আবাসিক)।

শিক্ষাগত যোগ্যতা – ৮ম  শ্রেণী পাস।

কোর্স ফি -১০০ টাকা ,জামানত ১০০ টাকা যা প্রশিক্ষণ শেষে ফেরত দেওয়া হয়।

প্রতি মাসে প্রশিক্ষণার্থীদের ১৮০০ টাকা যাতায়ত ভাতা প্রদান করা হয়।


২। মডার্ণ অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশনঃ

মেয়াদ-৬ মাস।

প্রশিক্ষণ শুরুর সময়- জানুয়ারী ও জুলাই মাসের ১ তারিখ।

আসন সংখ্যা-৪০ জন। (অনাবাসিক)।

শিক্ষাগত যোগ্যতা -এইচ.এস.সি বা সমমান পাশ।

কোর্স ফি – ৫০০ টাকা।

প্রতি কর্মদিবসে প্রশিক্ষণার্থীদের ১০০ টাকা যাতায়ত ভাতা প্রদান করা হয়।


৩। পোষাক তৈরী (মহিলাদের জন্য)।

মেয়াদ – ০৩ মাস

প্রশিক্ষণ শুরুর সময়- জুলাই, অক্টোবর, জানুয়ারী ও এপ্রিল মাসের ১ তারিখ।

আসন সংখ্যা-২৫ জন। (অনাবাসিক)।

শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।

কোর্স ফি – ৫০ টাকা।

প্রতি কর্মদিবসে প্রশিক্ষণার্থীদের ১০০ টাকা যাতায়ত ভাতা প্রদান করা হয়।


৪। মৎস চাষ।

মেয়াদ -১ মাস।

প্রশিক্ষণ শুরুর সময় – প্রতি মাসের ১ তারিখ।

আসন সংখ্যা – ২৫ জন।

শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।

কোর্স ফি – ১০০ টাকা।

প্রতি কর্মদিবসে প্রশিক্ষণার্থীদের ১০০ টাকা যাতায়ত ভাতা প্রদান করা হয়।


৫। বেসিক কম্পিউটার এ্যান্ড আইসিটি এপ্লিকেশণ।

মেয়াদ -৬ মাস।

প্রশিক্ষণ শুরুর সময় – জানুয়ারী ও জুলাই মাসের ১ তারিখ।

আসন সংখ্যা – ৭০ জন।

শিক্ষাগত যোগ্যতা – এইচ. এস, সি বা সমমান শ্রেণী পাস।

কোর্স ফি – ১০০০ টাকা।


৬। রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং।

মেয়াদ -৬ মাস।

প্রশিক্ষণ শুরুর সময় – প্রতি জানুয়ারী – জুলাই মাসের ১ তারিখ।

আসন সংখ্যা – ৩০ জন।

শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।

কোর্স ফি – ৩০০ টাকা।

প্রতি কর্মদিবসে প্রশিক্ষণার্থীদের ১০০ টাকা যাতায়ত ভাতা প্রদান করা হয়।

৭। ইলেক্ট্রনিক্স।

মেয়াদ -৬ মাস।

প্রশিক্ষণ শুরুর সময় – প্রতি জানুয়ারী – জুলাই মাসের ১ তারিখ।

আসন সংখ্যা – ৩০ জন।

শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।

কোর্স ফি – ৩০০ টাকা।

প্রতি কর্মদিবসে প্রশিক্ষণার্থীদের ১০০ টাকা যাতায়ত ভাতা প্রদান করা হয়।


৮। ইলেক্ট্রিক্যাল এন্ড হাউজওয়ারিং।

মেয়াদ -৬ মাস।

প্রশিক্ষণ শুরুর সময় – প্রতি জানুয়ারী – জুলাই মাসের ১ তারিখ।

আসন সংখ্যা – ৩০ জন।

শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।

কোর্স ফি – ৩০০ টাকা।

প্রতি কর্মদিবসে প্রশিক্ষণার্থীদের ১০০ টাকা যাতায়ত ভাতা প্রদান করা হয়।