Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

০১.প্রশিক্ষণঃ-১৮ হতে ৩৫ বৎসরের বয়স্ক  নির্ধারিত যুবক ও যুব মহিলাদের কে আত্মকর্মসংস্থানে  পুরোপুরি কাজে লাগিয়ে জাতীয় উন্নমচনে সকল কর্মকান্ডে সাফল্যের দিকে এগিয়ে নেয়ার জন্য চাটমোহর উপজেলা যুব উন্নয়ন অফিস,পাবনা এ কাজ করে যাচ্ছে । 

উপজেলা পর্যায়ে বিভিন্ন বিষয়ে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্সসমূহঃ  ৪২ টি ট্রেডে (স্থানীয় চাহিদার ভিত্তিতে) ইউনিয়ন পর্যায়ে ৭-২১ দিন মেয়াদি অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ  কোর্সসমূহঃ-

  .পারিবারিক হাঁসমুগরী পালন২. ব্রয়লার  ককরেল 3.বাড়ন্ত মুরগি পালন ,৪.ছাগল পালন ৫.গরুমোটাতাজাকরণ ৬.পারিবারিক গাভি পালন ৭.পশু-পাখির খাদ্য প্রস্তুত ও বাজারজাতকরণ  ৮.পশুপাখির রোগ ও তার প্রতিরোধ ৯.কবুতর পালন ১০.চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ ১১.মৎস্য চাষ ১২. সমন্বিত মৎস্য চাষ ১৩.মৌসুমী মৎস্য চাষ ১৪.মৎস্য পোনা চাষ(ধানী পোনা) ১৫.মৎস্য হ্যাচারি ১৬.প্লাবন ভূমিতে মৎস্য চাষ ১৭.গলদা ও বাগদা চিংড়ি  চাষ  ১৮.শুটকি তৈরি ও সংরক্ষন ১৯.বসতবাড়িতে সবজি চাষ ২০.নার্সারি  ২১.ফূল চাষ ২২.ফলের চাষ (লেবু,কলা,পেঁপে ইত্যাদি) ২৩.ভার্মি কম্পোষ্ট কেচো সার তৈরী ২৪.গাছের কলম তৈরি ২৫. ঔষধি গাছের চাষাবাদ ২৬.ব্লক প্রিন্টিং ২৭. বাটিক প্রিন্টি ২৮.পোষাক তৈরি ২৯.স্ক্রিন প্রিন্টিং ৩০.স্পে প্রিন্টিং ৩১.মনিপুরী তাঁত শিল্প ৩২.কাগগের ব্যাগ ও ঠোঙ্গা তৈরি ৩৩.বাঁশ ও বেতের সামগ্রি তৈরি ৩৪.নকশি কাঁথা তৈরি ৩৫.কারু মোম তৈরি ৩৬. পাটজাত পণ্য তৈরি ৩৭,চামড়াজাত পণ্য তৈরি ৩৮.চাইনিজ ও কনফেকশনারি ৩৯.রিক্সা, সাইকেল,ভ্যান মেরাতম ৪০. ওয়েল্ডিং ৪১.ফটোগ্রাফি ৪২.সোলার প্যানেল স্থাপন ।

১। প্রশিক্ষণ কর্মসূচিঃ

 যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রম একটি অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি। বেকার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ প্রদান করে থাকে। উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ অনাবাসিক ভিত্তিতে প্রদান করা হয়।

 

ক) যুব প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান কর্মসূচিঃ

 এ কর্মসূচির আওতায় অত্র উপজেলায় ১১টি ইউনিয়ন ও ০১টি পৌরসভা কার্যক্রম রয়েছে। এ কর্মসূচির আওতায় জেলা সদরে উপ-পরিচালকের কার্যালয়ে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা রয়েছে। এসব প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ১ মাস হতে ৬ মাস পর্যন্ত। প্রাষ্ঠানিক প্রশিক্ষণের শিক্ষাগতযোগ্যতা সর্বনিম্ন ৮ম শ্রেণী পাশ এবং অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন ৫ শ্রেণী পাশ ।এছাড়া স্থানীয় চাহিদার ভিত্তিতে বিভিন্ন ট্রেডে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ প্রদানের জন্য চাটমোহর উপজেলায় স্বল্প মেয়াদি অপ্রাতিষ্ঠানিক ভ্রাম্যমাণ প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। উপজেলায় পরিচালিত যুবদের আত্মকর্মসংস্থান ও আয় সঞ্চারণমূলক কর্মকান্ডে- বেকার সমস্যা সমাধান এবং দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য অবদান রাখছে। এ কর্মসূচির আওতায় প্রশিক্ষিত বেকার যুবদেরকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রাতিষ্ঠানিক/ অপ্রাতিষ্ঠানিক ট্রেডে একক (ব্যক্তিকে) ঋণ প্রদান করা হয়। প্রাতিষ্ঠানিক ট্রেডে একজন প্রশিক্ষিত যুবক/যুবমহিলাকে ৫০,০০০/- থেকে ১,০০,০০০/- টাকা পর্যন্ত এবং অপ্রাতিষ্ঠানিক ট্রেডে ৪০০০০ থেকে ৬০০০০/- টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়।এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক ঋণ প্রাতিষ্ঠানিক ঋণের ট্রেডের সফল আত্মকর্মী সবের্বাচ্চ ২.০০ লক্ষ টাকা ঋণ পাবেন,অপ্রাতিষ্ঠানিক ট্রেডের  সফল আত্মর্মী সবের্বাচ্চ ১.৫০ লক্ষ টাকা ঋণ পাবেন। উপজেলায় ০২ (দুই) টি কমিটির মাধ্যমে যথাক্রমে প্রাতিষ্ঠানিক জেলা ও অপ্রাতিষ্ঠানিক উপজেলা ঋণ অনুমোদন করা হয়। ঋণ প্রাপ্তির জন্য একজন ঋণ গ্রহিতাকে ২ জন জামিনদার নিশ্চিত করতে হয় এবং প্রাতিষ্ঠানিক/ অপ্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক। গ্রেস পিরিয়ড অর্থাৎ ঋণ পরিশোধের প্রস্ত্ততি সময় অতিক্রম করার পর বিভিন্ন ট্রেডের জন্য নির্ধারিত মেয়াদে মাসিক কিস্তিতে ঋণের অর্থ আদায় করা হয়। মঞ্জুরকৃত ঋণ পাওনার উপর ৫% (ক্রমহ্রাসমান) হারে সার্ভিস চার্জ আদায় করা হয়। এখানে মাসিক কিস্তিতে পরিশোধিত আসলের উপর পরবর্তীতে আর কোন সার্ভিস চার্জ আদায় করা হয় না বিধায় মেয়াদ শেষে গড় সার্ভিস চার্জের হার প্রকৃত হিসেবে ২.৫% দাঁড়ায়। তবে মনে রাখা প্রয়োজন যাঁরা সময়মত মাসিক কিস্তি পরিশোধ করেন তারাই সার্ভিস চার্জের ক্ষেত্রে বর্ণিত ২.৫% এর সুযোগ পেয়ে থাকেন। এ কর্মসূচির ক্রমপুঞ্জিত ঋণ আদায়ের হার ৯৭%।

*০১.প্রশিক্ষণ প্রদানঃ-                                        শুরু থেকে জুন/২০২৪খ্রিঃ পর্ষন্ত=৯৯৬৬ জন

*০২.যুব ঋণ বিতরণঃ-                                      শুরু থেকে জুন/২০২৪ খ্রিঃ পর্ষন্ত=৪,৯৪৯৫০০০/-

*০৩.আত্মকর্মসংস্থান সৃষ্টিঃ-                                শুরু থেকে জুন/২০২৪ খ্রিঃ পর্ষন্ত=৪৩৩০জন

*০৪.তালিকা ভুক্ত যুব সংগঠনের সংখ্যাঃ-               ২৮টি

*০৫. নিবন্ধনকৃত /স্বীকৃতি প্রাপ্ত যুব সংগঠনের সংখ্যাঃ-৯ টি

*০৬. যুব কল্যাণ তহবিল হতে অনুদানের পরিমানঃ-   ৩,৬৫,০০০

*০৭.  জাতীয় যুব পুরস্কারঃ-                                       ০